পুরোনো ফেসবুক আইডি ফেরত পাওয়ার সহজ উপায়, জেনে নিন
July 7, 20252:03 pm

অনেক সময়ই পুরোনো ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ভুলে যাওয়ায় তা আর ব্যবহার করা যায় না। ফোন নম্বর, ইমেইল বা পাসওয়ার্ড মনে না থাকলেও এখন হতাশ হওয়ার কিছু নেই। কিছু সহজ ধাপ অনুসরণ করে সহজেই হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে m.facebook.com ওয়েবসাইটে গিয়ে ‘Desktop Site’ অপশন চালু করে ‘Forgotten Password’ অপশনে ক্লিক করুন। এরপর ফোন নম্বর, ইমেইল অথবা অ্যাকাউন্টের পুরোনো নাম দিয়ে অনুসন্ধান করুন। তালিকা থেকে আপনার অ্যাকাউন্টটি খুঁজে নিয়ে ‘This is my account’ নির্বাচন করুন। ফেসবুক তখন হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে একটি ওটিপি পাঠাবে। প্রাপ্ত কোড ব্যবহার করে ‘Continue’ চাপলেই আপনার অ্যাকাউন্ট ফিরে পাবেন।