মাতৃভূমি রক্ষায় হোমগার্ডের দৃঢ়তা, ডিএম-এসএসপি-কে আটকে কুড়োলেন প্রশংসা
July 7, 20252:33 pm

মথুরায় এক হোমগার্ডের কর্তব্যপরায়ণতা প্রশাসনিক মহলে সাড়া ফেলেছে। মুড়িয়া মেলার ভিড় নিয়ন্ত্রণে পরিক্রমা পথে ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। শনিবার সন্ধ্যায় জেলাশাসক সিপি সিং এবং এসএসপি শ্লোক কুমার যখন ই-রিকশায় পরিদর্শনে বের হন, তখন বাগড়ি পিয়াউ তিঁরাহায় তাঁদের কনভয় আটকে দেন কর্তব্যরত হোমগার্ড মহেন্দ্র সিং। নিজের পরিচয় দেওয়ার পরও নিয়ম মেনে তিনি আধিকারিকদের আর এগোতে দেননি।
হোমগার্ড মহেন্দ্র সিংয়ের এমন দৃঢ়তা দেখে জেলাশাসক ও এসএসপি অত্যন্ত প্রভাবিত হন। উচ্চপদস্থ আধিকারিকদেরই জারি করা নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করায় তাঁরা মহেন্দ্র সিংয়ের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে সম্মানিত করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় মহেন্দ্র সিংয়ের পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠা সকলের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।