শান্তনু সেন স্বস্তিতে, খারিজ হলো রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ
July 7, 20253:26 pm

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। তাঁর দু’বছরের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল গত সপ্তাহে শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল। কাউন্সিলের দাবি ছিল, শান্তনু একটি অবৈধ বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন এবং ভারতে সেই ডিগ্রির রেজিস্ট্রেশন হয়নি।
বিচারপতি সিনহা এদিন কাউন্সিলের নির্দেশ খারিজ করে বলেন, রেজিস্ট্রেশন বাতিলের কারণ শান্তনু সেনকে জানানো হয়নি, যা একটি ‘রহস্যময়’ এবং ‘অস্পষ্ট’ নির্দেশ। আদালত মেডিক্যাল কাউন্সিলকে এই বিষয়ে সমস্ত রিপোর্ট শান্তনু সেনকে পাঠানোর এবং তাঁর বক্তব্য শোনার নির্দেশ দিয়েছে। শান্তনুর আইনজীবী জানান, তিনি ২০ বছর ধরে প্র্যাকটিস করছেন এবং আইএমএ নির্বাচনে সফল হয়েছেন।