মানবতা বিরোধী অপরাধ মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১০ জুলাই তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য করেছে। বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আদালতে হাজির না হলে তাঁকে ছাড়াই চার্জ গঠন ও শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে পাঁচটি অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, এই অভিযোগগুলো ব্যাপক বিস্তৃতভাবে সংঘটিত হয়েছিল এবং এতে অসংখ্য মানুষ হতাহত হন। সারাদেশে ৫৬ হাজার বর্গমাইলজুড়ে এই অপরাধ সংঘটিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালানো ও হত্যাসহ একাধিক অপরাধমূলক কাজের জন্য শেখ হাসিনা-সহ তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী ও নেতাকে অভিযুক্ত করা হয়েছে।1 সরকারপক্ষের আইনজীবী জানান, এই ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান।