ইতিহাস গড়লেন উইয়ান মুল্ডার! টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি

সোমবার (৭ জুলাই, ২০২৫) টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। ইনজুরিতে থাকা কেশব মহারাজের অনুপস্থিতিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নেতৃত্ব দিয়ে, মুল্ডার বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ২৯৭ বলে এই মাইলফলকে পৌঁছান।
দ্বিতীয় দিন ২৬৪ রান নিয়ে শুরু করে, মুল্ডার ১০০তম ওভারের প্রথম বলে তানাকা চিভাঙ্গাকে সিঙ্গেল মেরে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন। এর ফলে তিনি ভারতের বীরেন্দ্র শেবাগের (২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) পর দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান হন। এই প্রক্রিয়ায়, মুল্ডার টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন, যেখানে হাশিম আমলা ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ৩১১* রান করেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে, মুল্ডার ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোর (৪০০*) ছাড়িয়ে যেতে পারেন।
সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে ট্রিপল সেঞ্চুরি
২৭ বছর ১৩৮ দিন বয়সে, মুল্ডার টেস্ট ফরম্যাটে ট্রিপল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কও হয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার বব সিম্পসন (২৮ বছর ১৭১ দিন) এই রেকর্ডটি ধরে রেখেছিলেন। ভারতীয় অধিনায়ক শুভমান গিল বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ২৬৯ রানে আউট হয়ে এই কৃতিত্ব অর্জনের সুযোগ হারিয়েছিলেন, অন্যথায় তিনিও এই তালিকায় শীর্ষস্থান দখল করতে পারতেন।