বহু প্রতীক্ষার পর চাঁদা,পঞ্চগ্রাম কংক্রিটের কালভাট ঢালাই এর কাজ সমাপ্তির পথে পরিদর্শনে বিডিও উপকৃত কয়েক হাজার মানুষ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বহু প্রতীক্ষার পর ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের কালভাট নির্মাণের কাজ সমাপ্তির পথে। এদিন ঢালাই এর কাজ সারে জমিনে এসে পরিদর্শন করেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম,ইঞ্জিনিয়ার গৌরব কুন্ডু,এছাড়াও সঙ্গে ছিলেন বাসুল ডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার,বাসুল ডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান সুজাউদ্দিন সাপুই,পঞ্চগ্রামের সদস্য রব্বেল ঘরামী সহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে খবর বহু প্রতীক্ষার অবসান,দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি নতুন ও মজবুত কংক্রিটের কালভাট নির্মাণের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং কালভাট নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে। এই কংক্রিটের কালভাট নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের যোগাযোগ এর পাশাপাশি বিশেষ করে পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল ও হাই স্কুল ও প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষকদের যাতায়াতে সুবিধা এবং কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হলো। উপপ্রধান সুজাউদ্দিন সাঁপুই তিনি জানান এই কংক্রিটের কালভাট টা ভেঙ্গে যাওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হতে হয়।তাদের সুবিধার্থে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর কাছে এই কংক্রিটের কালভাট টা নতুন করে নির্মাণ করার বিষয়ে আলোচনা করা হয়। সেই মতো সামিম আহমেদ এর প্রচেষ্টায় ডায়মন্ড হারবার এক নম্বর বিডিও শেখ দিন ইসলামের সঙ্গে কথা বলে,সাধারণ মানুষের সুবিধার্থে এই পোল টা দ্রুত নতুন করে সংস্কার করার অনুমতি দিয়েছিলেন বিডিও। আনুমানিক ৬ লক্ষ আশি হাজার টাকা খরচে সাধারণ মানুষের সুবিধার্থে এই কংক্রিটের কালভাট এর কাজ ১৩ই মে ২০২৫ থেকে শুরু হয়।সেই মতো নতুন করে এই কংক্রিটের কালভাট নির্মাণের কাজ সমাপ্তির পথে আজ।

উপপ্রধান আরো জানায় রাস্তা,ঘাট,জল সহ আমরা যেকোনো দরকারে ও অন্যান্য সমস্যায় সম্মুখী হয়ে থাকি আমাদের সাংসদ কে পাই, সেই জন্য এটি সম্পূর্ণ সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অনুদান।পঞ্চায়েত প্রধান সুমিত হালদার এবং রব্বেল ঘরামী সাধারণ মানুষের সুবিধার্থে এই কংক্রিটের কালভাট দ্রুত নতুন করে নির্মাণ করার জন্য বিডিও শেখ দিন ইসলাম ও ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদক ধন্যবাদ জানান। এই কংক্রিটের কালভাট নতুন করে নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা ও কয়েক হাজার মানুষ উপকৃত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *