গাড়িতে ধাক্কা মেরে অশালীন ভাষা ব্যবহার, এমএনএস নেতা জাভেদের ছেলে রাহিল শেখের বিরুদ্ধে এফআইআর
July 7, 20254:46 pm

অভিনেত্রী রাখি সাওয়ান্তের বন্ধু রাজশ্রী মোরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) নেতা জাভেদ শেখের ছেলে রাহিল শেখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। রাজশ্রীর দাবি, মদ্যপ অবস্থায় রাহিল তাঁর গাড়িতে ধাক্কা মেরেছেন এবং তাঁকে গালিগালাজ করেছেন। এই ঘটনায় ওশিওয়ারা থানায় রাহিল শেখের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন রাজশ্রী, যেখানে তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ শোনা যাচ্ছে। রাজশ্রী যখন প্রশ্ন করেন, “আমার গাড়িতে ধাক্কা মারলে কেন? তুমি MNS-এর কে?” উত্তরে রাহিল জানান, “আমার বাবা MNS-এর রাজ্য সহ-সভাপতি।” এরপর রাজশ্রী তাঁকে মালিগালাজ করার অভিযোগ আনলে রাহিল ক্ষমা চেয়ে নেন। এই ঘটনা মুম্বই জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।