আম্বানির সম্পদ বৃদ্ধি, ১৫ দিনে দেড় লাখ কোটি টাকার বেশি আয়
July 7, 20255:23 pm

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত ১৫ কার্যদিবসে ১.৫ লাখ কোটি টাকার বেশি আয় করেছে। ২৫ সাল কো ম্পা নিটির জন্য বেশ ভালো যাচ্ছে। এর শেয়ার ৮ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, রিটেইল ও কমিউনিকেশন খাতে কো ম্পা নির উল্লেখযোগ্য প্রসার এই সাফল্যের প্রধান কারণ।
শেয়ারবাজারের মন্দা সত্ত্বেও রিলায়েন্সের শেয়ারের এমন উল্লম্ফন দেখা যাচ্ছে। ব্ল্যাকরকের সঙ্গে তাদের নতুন মিউচুয়াল ফান্ড ব্যবসাও ভালো ফল দিচ্ছে, যার প্রথম এনএফও থেকেই প্রায় ১৮ হাজার কোটি টাকার সাবস্ক্রিপশন এসেছে। এই বৃদ্ধি প্রমাণ করে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অর্থনৈতিক প্রতিকূলতাতেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম।