বিমান সংস্থা Celebi-কে ধাক্কা, দিল্লি হাইকোর্টে খারিজ নিরাপত্তা সংক্রান্ত আবেদন

দিল্লি হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেল তুর্কির বিমান সংস্থা Celebi Airport Services India Private Limited। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) কর্তৃক নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেলেবির দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি শচীন দত্তের একক বেঞ্চ জানিয়েছে, ভারত সরকারের এই সিদ্ধান্ত জাতীয় সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে। গত ২৩ মে আদালত এই আবেদনের রায় সংরক্ষিত রেখেছিল।
জাতীয় সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সরকার তুর্কি বিমান সংস্থার গ্রাউন্ড হ্যান্ডলিং কো ম্পা নি সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিল ১৫ মে। Celebi ভারতের আটটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দিয়ে থাকে। সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তানকে ড্রোন পাঠানোর পর থেকেই ভারতে তুর্কির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। এর আগে তুর্কি থেকে আমদানিকৃত পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছিল।