সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের মামলা সিবিআইয়ের
July 7, 20256:07 pm

সন্দেশখালির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এবার তৃণমূলের প্রাক্তন নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই।1 কলকাতা হাইকোর্টের নির্দেশে তিন বিজেপি কর্মীকে অপহরণ ও খুনের অভিযোগের তদন্তভার হাতে নিয়ে কেন্দ্রীয় সংস্থা শাহজাহান শেখসহ ২৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে।2 নিহত বিজেপি কর্মীরা হলেন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল।3
কলকাতা হাইকোর্ট এই মামলার গুরুত্ব অনুধাবন করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে তদন্তভার দেয়। আদালত জানায়, পুলিশ মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পুলিশের হাতে তদন্তের ভার রাখা সমীচীন নয়। বর্তমানে শাহজাহান শেখ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন ও জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগও রয়েছে।