স্ত্রী ও বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে বাবাকে পিটিয়ে মারল ছেলে
July 7, 20256:23 pm

ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজের স্ত্রী ও বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে এক ব্যক্তি তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খড়গাঁও থানা এলাকার কাট্ঠাপার গ্রামের অরুণ কুমার নুরেটি তার বাবা পরদেশী রাম নুরেটি এবং স্ত্রী মেহরো বাইকে গ্রামের কাছে একটি মাঠে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে অরুণ তাদের দুজনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। ঘটনাস্থলেই পরদেশী রামের মৃত্যু হয় এবং মেহরো বাই গুরুতর আহত হন। তাকে রায়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।