নির্জন ক্লিনিকে দাদুর অশ্লীল অঙ্গভঙ্গি বললেন- ‘একটা চুমু দাও’, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর
July 7, 20256:27 pm

পুনের একটি বেসরকারি ক্লিনিকে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক ২৭ বছর বয়সী তরুণী। অভিযোগ, গত ৩ জুলাই সন্ধ্যায় ফাঁকা ক্লিনিকে ঢুকে এক ৭৩ বছর বয়সী বৃদ্ধ তরুণীকে অশালীন প্রস্তাব দেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তরুণী বর্তমানে ওই ক্লিনিকের রিসেপশনিস্ট হিসেবে কর্মরত। বৃদ্ধ নিজেকে অসুস্থ দাবি করে ক্লিনিকে প্রবেশ করেন এবং চিকিৎসক আছেন কিনা জানতে চান। এরপরই তিনি তরুণীর কাছে এসে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গি শুরু করেন।
তরুণীর অভিযোগ, বৃদ্ধ তাঁকে কুপ্রস্তাব দেন এবং ভয় দেখিয়ে বলেন, তাঁর কাছে অনেক টাকা আছে এবং তরুণী যা চাইবেন, তাই দেবেন, যদি তিনি বৃদ্ধের কথা শোনেন। ভয়ে তরুণী ক্লিনিক ছেড়ে পালিয়ে গেলে বৃদ্ধ তাঁর পিছু নেন এবং পরের দিনও দেখা করার হুমকি দেন। এই ঘটনার পরই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।