দরিদ্র মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ বন্ধ, মোদী সরকারের ভাঁড়ারে টান

দরিদ্র মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ বন্ধ, মোদী সরকারের ভাঁড়ারে টান

তফসিলি জাতি, উপজাতি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ‘ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ’ (NOS) নিয়ে এবার বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ শতাংশই প্রাথমিকভাবে বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও সশক্তিকরণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তহবিল সংকটের কারণে নির্বাচিতদের অর্ধেকের কম, অর্থাৎ ১০৬ জনের মধ্যে মাত্র ৪০ জনকে অ্যাওয়ার্ড লেটার দেওয়া হয়েছে। বাকি ৬৬ জনের চিঠি পরে ইস্যু হবে, যখন স্কলারশিপের জন্য বরাদ্দ অর্থ হাতে আসবে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমোদন পায়নি, যার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগেও মৌলানা আজাদ জাতীয় ফেলোশিপ এবং ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্টস-এর স্কলারশিপ নিয়েও একই ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যেখানে হাজার হাজার পিএইচডি গবেষকের টাকা আটকে ছিল। ১৯৫৪-৫৫ সাল থেকে চালু হওয়া এনওএস কর্মসূচির লক্ষ্য ছিল তফসিলি জাতি, উপজাতি, ভূমিহীন কৃষি শ্রমিক এবং প্রাচীন শিল্পী-কারিগর শ্রেণির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করা, যাদের পারিবারিক আয় বছরে ৮ লক্ষের কম। সাধারণত নির্বাচিত সকল শিক্ষার্থীকেই প্রভিশনাল স্কলারশিপের চিঠি দেওয়া হয়, কিন্তু এবার অর্থাভাবে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *