দাগী অযোগ্যদের চাকরি দেওয়ার চক্রান্ত ভেস্তে দিল হাইকোর্ট, দাবি আইনজীবীদের

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের আবেদন বাতিল করা হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই নির্দেশের পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম রাজ্য সরকারের বিরুদ্ধে অযোগ্যদের আড়াল করার চেষ্টার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে পিছনের দরজা দিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আদালত তা ভেস্তে দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসসি-র ৩০ মে-র বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে, তবে দুর্নীতির প্রমাণ থাকা বা চাকরি বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করলেও তা গ্রাহ্য হবে না। ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার পর রাজ্য ও এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করে। কিছু প্রার্থীর অভিযোগ ছিল যে এই নতুন বিজ্ঞপ্তি ২০১৬ সালের বাছাই বিধি ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। হাইকোর্ট জানিয়েছে, অযোগ্যদের আর কোনো সুযোগ দেওয়া হবে না এবং এসএসসি-কে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।