সচেতনতার কর্মশালায় ফাঁস পঞ্চম শ্রেণির ছাত্রীর ওপর যৌন হেনস্থা, গ্রেফতার পাড়াতুতো দাদা
July 7, 20256:42 pm

মুর্শিদাবাদের বহরমপুরে সাইবার সচেতনতা বিষয়ক একটি কর্মশালায় সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। পঞ্চম শ্রেণির এক ছাত্রী পুলিশ আধিকারিকদের সামনে অভিযোগ করে, তার পাড়াতুতো দাদা তাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছে। সরকারি উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নির্ভয়ে নিজের অভিজ্ঞতা জানায় ওই নাবালিকা। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্তকে তার দিদির বাড়ি থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাকে পকসো আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা প্রমাণ করে, সচেতনতামূলক কর্মশালা শিশুদের মুখ খুলতে এবং নিজেদের অধিকার রক্ষায় কতটা সাহায্য করতে পারে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।