দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেল তুর্কি সংস্থা! বাতিল হলো নিরাপত্তা ছাড়পত্র, ভারতে কার্যক্রম নিয়ে সংশয়

দিল্লি হাইকোর্ট সোমবার তুর্কি বিমান সংস্থা সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটি আবেদন খারিজ করে দিয়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সংস্থাটি এই আবেদন করেছিল। বিচারপতি শচীন দত্তের এই রায়ের ফলে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আবেদন খারিজ হয়ে গেল। এই দুটি সংস্থা ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এবং কার্গো অপারেশন পরিচালনা করত। আদালত গত ২৩ মে এই মামলার রায় সংরক্ষণ করেছিল।
ভারতের বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) ১৫ মে জাতীয় নিরাপত্তার স্বার্থে সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে। এই সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে এবং পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সন্ত্রাসী হামলাগুলোর নিন্দা করেছিল, যা ভারতে ব্যাপক জনরোষ সৃষ্টি করেছিল। ১৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় বিমান চলাচল খাতে কাজ করা সেলেবি দেশের নয়টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো অপারেশন দেখভাল করত। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেলেবি দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু আদালতের রায়ের ফলে এখন ভারতের তাদের কার্যক্রম সরাসরি প্রভাবিত হবে।