শিক্ষকের বিরুদ্ধে চিঠি লিখে ছাত্রীর আত্মহনন, আসামে বিক্ষোভ

আসামের তিনসুকিয়া জেলায় এক নবম শ্রেণির ছাত্রী শিক্ষকের যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহনন করেছে। মৃত ছাত্রীর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে অভিযুক্ত শিক্ষক ভিকু ছেত্রী সহ আরও তিনজনের নাম রয়েছে। এই ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, গত মে মাসে প্রথমবার ছাত্রীটিকে নির্যাতন করা হয়। পরে ২৬ মে স্কুলের অন্য ছাত্রছাত্রীদের অনুপস্থিতিতে তাকে ফলের রসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আবারও নির্যাতন করেন ওই শিক্ষক।
নির্যাতনের শিকার হয়ে গত ৩ জুন ছাত্রীটি প্রথমবার আত্মহত্যার চেষ্টা করে, তবে সে যাত্রায় বেঁচে যায়। এরপর পরিবার পকসো আইনে মামলা করলে শিক্ষক ভিকু ছেত্রীকে ১১ জুন গ্রেপ্তার করা হয়। তবে ৬ জুলাই ছাত্রীটি দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করে এবং এবার তার মৃত্যু হয়। রবিবার ছাত্রীর ভাই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরেকটি এফআইআর দায়ের করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠন অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।