মমতাকে নিশানায় বিজেপির প্যারোডি গান! ‘ছিঃ ছিঃ ছিঃ গো ননী ছিঃ’ ভাইরাল এক্স-এ

মমতাকে নিশানায় বিজেপির প্যারোডি গান! ‘ছিঃ ছিঃ ছিঃ গো ননী ছিঃ’ ভাইরাল এক্স-এ

পশ্চিমবঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম নিশানা করে একটি গানের প্যারোডি তৈরি করেছে। ‘ছিঃ ছিঃ ছিঃ গো ননী ছিঃ’ শিরোনামে তৈরি এই গানটির ভিডিও এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করেছে বঙ্গ বিজেপি। গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘সইবে না আর বাংলা’। এই ভিডিওটি পোস্ট করে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়েছে, “পিসিমনির এবার ভাইরাল প্যারোডি অফ ননী খাবে ঘুষ, ঝাড়বে কাটমানি।”

এই প্যারোডি গানটিতে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করা হয়েছে। গানটির বিষয়বস্তু এবং এর প্যারোডি ফর্ম্যাট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এই ধরনের ব্যঙ্গাত্মক আক্রমণ প্রায়শই ভোটের আগে বা রাজনৈতিক উত্তেজনার সময়ে দেখা যায়, যেখানে গান বা ভিডিওর মাধ্যমে প্রতিপক্ষকে বিদ্রূপ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *