অভিনেত্রীর ১৪ বছরের ছেলের আত্মহত্যার খবর ভুয়ো, ক্ষোভ উগরে দিলেন রেশম টিপনিস
July 8, 20254:50 am

অভিনেত্রী রেশম টিপনিসের ছেলে মানবের আত্মহত্যার ভুয়ো খবরে তোলপাড় নেটদুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে, মাত্র ১৪ বছর বয়সী মানব আত্মহত্যা করেছে। এই খবর দ্রুত ভাইরাল হতেই অভিনেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। রেশম জানিয়েছেন, তাঁর ছেলে মানব সম্পূর্ণ সুস্থ ও ভালো আছে। এই ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
একটি বিবৃতিতে রেশম টিপনিস লিখেছেন, “দয়া করে এই ভুয়ো খবর এড়িয়ে চলুন। আমার সন্তান মানবের মৃত্যুর মিথ্যা খবর ছড়ানো হয়েছে। মানব ভালো আছে, সুস্থ আছে। বাপ্পার আশীর্বাদ সঙ্গে রয়েছে।” এই মিথ্যা খবর কারা ছড়াচ্ছে, তা জানতে চেয়েছেন অভিনেত্রী এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।