আর জি কর কাণ্ড! ১ বছর পর সন্দীপ ঘোষকে নিয়ে আদালতের বড় নির্দেশ, কী হতে চলেছে?
July 7, 20257:20 pm

অভয়া ধর্ষণ ও খুনের মামলার ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছে পরিবার। এই ঘটনার প্রায় ১ বছর পর সেই মামলার শুনানিতে আর জি কর (RG Kar) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি (OC) অভিজিৎ মণ্ডলকে মঙ্গলবার সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক অরিজিৎ মণ্ডল। এই নির্দেশের ফলে মামলাটি নতুন মোড় নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আদালত নির্দেশ দিয়েছে যে, যদি তাদের কোনো মতামত থাকে, তবে তারা আদালতে জানাবেন। এই শুনানিতে রাজ্যের তরফে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। প্রায় এক বছর ধরে চলা এই মামলায় আদালতের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা মামলার গতিপ্রকৃতি পরিবর্তন করতে পারে।