৭ মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে করলেন অনুরাগ কাশ্যপের মেয়ে, বিয়ের ছবি ভাইরাল
July 7, 20257:45 pm

বিখ্যাত পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র কন্যা আলিয়া কশ্যপ সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে। গত বছরের ১১ ডিসেম্বর হিন্দু রীতিতে তাঁদের প্রথম বিয়ে হয়েছিল। এবার খ্রিস্টান মতে সাত পাকে বাঁধা পড়লেন আলিয়া ও শেন। ইনস্টাগ্রামে এই বিয়ের একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন আলিয়া, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে আংটি এবং ফ্লাওয়ার বুকেও দেখা গেছে।
আলিয়া তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেনকে ট্যাগ করে লিখেছেন, “আমরা আবার বিয়ে করেছি।” এই খবরে তাঁদের অনুরাগী এবং বন্ধুরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তাঁদের ‘অসাধারণ জুটি’ এবং ‘সবচেয়ে সুন্দর দম্পতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। ডেটিং অ্যাপের মাধ্যমে আলিয়া ও শেনের প্রেমের শুরু হয়েছিল। দীর্ঘদিন সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।