শাহরুখ খানও ভয় পেয়েছেন! তিনি নিজেই প্রকাশ করে বললেন- তিনি ঐশ্বরিয়ার হাত শক্ত করে ধরেছিলেন
July 7, 20257:52 pm

বলিউডের বাদশা শাহরুখ খানও জীবনে কিছু বিষয়ে ভয় পান। অনেকেই হয়তো জানেন না, অভিনেতা দোলনায় চড়তে ভীষণ ভয় পান। কয়েক বছর আগে কপিল শর্মার কমেডি শোতে তিনি নিজেই এই কথা জানিয়েছিলেন। সেখানে তিনি ২০০২ সালের জনপ্রিয় ছবি ‘দেবদাস’-এর শুটিংয়ের একটি অভিজ্ঞতার কথা বলেন। দোলনার দৃশ্যের শুটিং করার সময় ভয়ে তিনি ঐশ্বরিয়া রাইয়ের হাত শক্ত করে ধরেছিলেন বলে জানান।
শাহরুখ খান বর্তমানে তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ নামের একটি ছবিতে কাজ করছেন। এই ছবিতে অভিষেক বচ্চনকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে এবং এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।