AI সাপোর্টে আসছে নতুন ইয়ারবাড, ব্যাটারি চলবে ৪০ ঘণ্টা

নতুন ইয়ারবাড কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য সুখবর। বাজারে এসেছে অত্যাধুনিক Mivi AI Buds, যা কম দামে স্মার্ট ফিচার অফার করছে। ক্লাসি লুকের এই ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডগুলি কেবল গান শোনার জন্যই নয়, এটি আপনার ব্যক্তিগত ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবে। এতে রয়েছে AI চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা স্ক্রিন ছাড়াই আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম।
Mivi AI Buds-এর দাম ৬,৯৯৯ টাকা হলেও বর্তমানে এটি কো ম্পা নির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। কালো, ব্রোঞ্জ, শ্যাম্পেন এবং সিলভার—এই চারটি আকর্ষণীয় রঙে উপলব্ধ। Mivi-র এই নতুন ইয়ারবাডগুলির AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘Hi Mivi’ বললেই সক্রিয় হয়ে উঠবে। এই ইয়ারবাডে রয়েছে শক্তিশালী ও স্পষ্ট সাউন্ড কোয়ালিটি, উন্নত কলিং এবং নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এছাড়াও থাকছে 3D সাউন্ড ও স্পেশাল অডিওর মাধ্যমে সিনেম্যাটিক মিউজিক এক্সপেরিয়েন্স। কো ম্পা নি দাবি করছে, চার্জিং কেস-সহ এই ইয়ারবাড ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে এবং মাত্র ১ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হবে। এটি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এবং ডুয়াল কানেক্টিভিটির মাধ্যমে দুটি ডিভাইসের সঙ্গে একই সময়ে যুক্ত হতে পারে।