৮৩৫ কোটির ‘রামায়ণ’ ছবিতে রাবণের ভূমিকায় যশের পারিশ্রমিক কত?

ব্যুরো নিউজ, ৭ জুলাই উত্তর দমদম: নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমীত মালহোত্রা প্রযোজিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সম্প্রতি নির্মাতারা ছবিটির ঘোষণা ভিডিও প্রকাশ করেছেন। এই ছবিতে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ শুধু রাবণের খলনায়ক চরিত্রেই অভিনয় করছেন না, তিনি নমীত মালহোত্রার সঙ্গে প্রযোজক হিসেবেও যুক্ত। তাঁর সংস্থা ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’-এর ব্যানারে তিনি ছবিটিতে বিনিয়োগ করেছেন।
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, যশ ‘রামায়ণ’-এর প্রথম অংশের জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যেহেতু ছবিটি দুটি অংশে তৈরি হচ্ছে, তাই উভয় অংশের জন্য তাঁর মোট পারিশ্রমিক ১০০ কোটি টাকা। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। ‘রামায়ণ’-এর প্রথম অংশ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা।