সাহায্যের নামে ফের নৃশংস গণধর্ষণ, ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হলো নির্যাতিতা মহিলাকে
July 8, 20255:19 am

স্বামী সঙ্গে ঝগড়ার পর বাড়ি ছেড়ে যাচ্ছিলেন এক মহিলা। হরিয়ানার জলপথে ট্রেনেই গণধর্ষণের শিকার হন তিনি। অভিযোগ, ধর্ষণের পর তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ জুন পতির সঙ্গে ঝগড়ার পর মহিলা বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি যাচ্ছিলেন। পরের দিন, ২৫ জুন তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করেন। মহিলার অভিযোগ, কয়েকজন যুবক তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে ট্রেনে তুলে গণধর্ষণ করে এবং পরে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং ন্যায় বিচার চেয়েছেন।