ফেসবুকে বিয়ের ছবি পোস্টের পর ৪ সন্তানের জনকের সাথে পালাল ৫ সন্তানের জননী

উত্তরপ্রদেশ থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে পাঁচ সন্তানের জননী তাঁর স্বামী ও সন্তানদের ছেড়ে চার সন্তানের জনক এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, ওই মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছেন, যা দেখে দুই পরিবারেই তোলপাড় শুরু হয়েছে।
জানা গিয়েছে, গীতা নামে এক মহিলা তাঁর পাঁচ সন্তান ও স্বামীকে ছেড়ে নগদ টাকা ও গয়না নিয়ে উধাও হয়ে যান। স্বামী শ্রীচাঁদ প্রথমে ভেবেছিলেন স্ত্রী হয়তো বাপের বাড়ি গিয়েছেন। কিন্তু তিন দিন পর গ্রামবাসীরা তাঁকে জানান, গীতা গ্রামেরই গোপাল নামে এক যুবকের সঙ্গে বিয়ের মতো ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এরপর শ্রীচাঁদ জানতে পারেন, তাঁর স্ত্রী গোপালের সঙ্গে পালিয়েছেন। গোপালের স্ত্রীও তাঁর স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন এবং জানিয়েছেন যে তাঁর স্বামী মুম্বইয়ে রাখি তৈরির কাজ করতেন এবং তাঁদের খরচ পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। এই ঘটনায় দুই পরিবারই এখন দিশেহারা এবং উভয়েই স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন।