নতুন বাবা মায়ের থেকে ১৩ বছরের ছোট! প্রতিবাদে ঘর ছাড়ল ছেলে

বর্ধমানের বাদশাহী রোডের শর্মা পাড়ায় রিনা সরকার (৪০) তাঁর থেকে ১৩ বছরের ছোট রাজমিস্ত্রি রাকেশ সরকারের (২৭) সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেননি রিনার বড় ছেলে বিকাশ (২৬)। ফলে রিনা, তাঁর দ্বিতীয় স্বামী রাকেশ এবং ছোট ছেলে আকাশকে (২৪) বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, বিকাশ ও তাঁর দিদিমা লক্ষ্মী ঘোষ এই বিয়ের বিরোধিতা করে নবদম্পতি ও আকাশের উপর হামলা করেছেন। এমনকি ভাড়া বাড়িতে থাকতে গেলেও তাঁদের ঘর ভাঙচুর করে তছনছ করা হয়। ফলে এক রাত খোলা আকাশের নিচে বর্ধমান স্টেশনে কাটাতে হয়েছে রিনা, রাকেশ ও আকাশকে। সোমবার রিনা বর্ধমান থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন, এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
রিনার প্রথম স্বামী বিশ্বজিৎ ঘোষ ছয় বছর আগে মারা যান। তিনি দুই ছেলে ও মা লক্ষ্মী ঘোষের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রি রাকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রিনা এবং ১ জুলাই সামাজিকভাবে বিয়ে করেন। কিন্তু বিয়ের চার দিনের মধ্যেই বিকাশ ও তাঁর বন্ধুরা তাঁদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আকাশের দাবি, মায়ের বিয়ের চেয়েও বিকাশের ক্ষোভের কারণ তাঁর জন্য মায়ের কেনা টোটো। রিনা বলেন, “আমার বড় ছেলে সব ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা এখন স্টেশনে রাত কাটাচ্ছি।” স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মা জানান, উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে মিটমাটের পরামর্শ দেওয়া হলেও বিকাশ তা মানেনি।