২৬ কোটি কর্মীর ধর্মঘট, কাল ভারত বনধের প্রভাব কতটা?

২৬ কোটি কর্মীর ধর্মঘট, কাল ভারত বনধের প্রভাব কতটা?

৯ জুলাই দেশজুড়ে ২৫ কোটিরও বেশি কর্মী কেন্দ্র সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী ও কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে ধর্মঘটে নামছেন। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী মঞ্চ এই বনধের ডাক দিয়েছে। এর ফলে ব্যাঙ্কিং, বীমা, ডাক পরিষেবা, কয়লা খনি, সড়ক নির্মাণ এবং বিভিন্ন রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়তে পারে। সারাদেশে এই ধর্মঘটে প্রায় ২৫ কোটিরও বেশি কর্মী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

একই দিনে বিহারে বিরোধী দলগুলির মহাজোটের ডাকা চাকা জ্যামে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্গঠন প্রক্রিয়ার প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। ধর্মঘট ও বনধের কারণে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও জরুরি পরিষেবায় কোনো বাধা থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *