১০ লাখের সুপারি! শিল্পপতি গোপাল খোমকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

১০ লাখের সুপারি! শিল্পপতি গোপাল খোমকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

বিহারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল খোমকা হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় মূল শুটার উমেশকে রাজধানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, গোপাল খোমকাকে খুনের জন্য ১০ লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল, যার মধ্যে উমেশকে ১ লাখ টাকা দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এর আগে আরও এক অভিযুক্ত বিকাশ ওরফে রাজাকে এনকাউন্টারে নিকেশ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর উমেশ ছজ্জু বাগের উদয়গিরি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে লুকিয়ে ছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে ফ্ল্যাটে সে লুকিয়ে ছিল, সেই ফ্ল্যাটের এক বৃদ্ধকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও স্কুটিও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শীঘ্রই পুরো বিষয়টি জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *