ধর্ষণের অভিযোগের পর বিয়ে, বাড়ি ফেরার পথে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মধ্যপ্রদেশের সিংরৌলি জেলার ধোহনি গ্রামের জঙ্গলে পথ দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন, সামান্য আহত হয়েছেন তাঁর স্বামী। ইনদওর থেকে বাইকে করে সিংরৌলি ফেরার পথে সরাই থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ২০১৯ সাল থেকে রিয়া রায় ও দিলীপ জয়সওয়ালের প্রেমের সম্পর্ক ছিল। রিয়ার দায়ের করা ধর্ষণ মামলায় দিলীপ তিন মাস জেল খেটেছিলেন। এরপর রিয়াই তাঁর জামিনের ব্যবস্থা করেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তাঁরা জবলপুরে আইনি বিয়ে করেন। রিয়ার মা রেণু রায় এবং ভাই রিকি রায় অভিযোগ করেছেন, দিলীপ রিয়াকে নির্যাতন করতেন এবং তাঁদের মেয়ের মৃত্যু একটি ষড়যন্ত্র। এই ঘটনা হত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে চিতরঙ্গি থানা।