হিন্দু তরুণীর চাঞ্চল্যকর অভিযোগ, স্বামী জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন
July 8, 202510:20 am

ইন্দোরের আরতি কুমারী নামে এক হিন্দু মহিলা তাঁর স্বামী মহম্মদ শাহবাজের বিরুদ্ধে জোর করে ধর্ম পরিবর্তন করানো এবং গোমাংস খাওয়ানোর গুরুতর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। আরতি দেবীর অভিযোগ, পাঁচ বছর আগে ফেসবুকে শাহবাজের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর শাহবাজ তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করান এবং গোমাংস খেতে বাধ্য করেন।
আরতি কুমারী পুলিশকে জানিয়েছেন, স্বামী তাঁর মোবাইল ফোন থেকে সমস্ত হিন্দু দেবদেবীর ছবি মুছে দিয়েছেন এবং প্রতিবাদ করলে তাঁকে মারধর করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।