সৌরভের বাড়িতে ভৌতিক কাণ্ড, প্রাক্তন অধিনায়কের জীবনে বড় রহস্য ফাঁস

বাংলার গর্ব, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ৫৩তম জন্মদিনে তাঁর জীবনের এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এসেছে। জানা যায়, ২০০২ সালে ইংল্যান্ড সফরে লুমলি ক্যাসেল হোটেলে থাকার সময় তিনি এক ভৌতিক ঘটনার সম্মুখীন হন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ঘরটি পেলেও, রাতে আচমকা বাথরুম থেকে জল পড়ার শব্দ শুনে তিনি স্তম্ভিত হয়ে যান। পরে হোটেল কর্তৃপক্ষ জানান, ১৪ বছর আগে ওই ঘরেই হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন।
এদিকে, ‘দাদাগিরি’ অনুষ্ঠানটি আর সঞ্চালনা করবেন না সৌরভ। জি বাংলার সঙ্গে চুক্তি নবায়ন না করে তিনি স্টার জলসার সঙ্গে চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তি করেছেন বলে খবর। নতুন চ্যানেলে সৌরভকে ‘বিগ বস বাংলা’ এবং একটি নতুন শো সঞ্চালনা করতে দেখা যাবে। পুজো পর থেকেই এই দুটি অনুষ্ঠানের শুটিং শুরু হবে। এছাড়া, রাজকুমার রাও অভিনীত সৌরভের বায়োপিকের শুটিংও খুব দ্রুত শুরু হতে চলেছে।