গ্রামের যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে বৌমা, বাধা দেওয়ায় শ্বশুরকে খুন

বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে খুনের অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধে। এমনকি, প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। সোমবার বিকেলে পুলিশ মাটি খুঁড়ে তামাল বাগদি নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তামাল বাগদির বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তামালবাবু এর প্রতিবাদ করায় সংসারে অশান্তি হয়। এর জেরে কিছুদিন আগে বৌমা শ্বশুরবাড়ি ছেড়ে সিউড়িতে বাবার বাড়ি চলে যান। রবিবার তামাল বাগদি নিখোঁজ হওয়ার পরদিন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে মাটি চাপা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তামালের স্ত্রীর অভিযোগ, বৌমাই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে মিলে তাঁর স্বামীকে খুন করিয়েছেন। পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে।