আন্তর্জাতিক মঞ্চে মোদীর কূটনীতি, রামমন্দিরের আদল ও সরযূর জল পৌঁছল বিদেশে
July 8, 202510:54 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চদেশীয় সফরে তাঁর উপহার সামগ্রী নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ব্রিকস সম্মেলন উপলক্ষে ব্রাজিল যাত্রার আগে তিনি আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো এবং ঘানায় সফর করেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরকে অযোধ্যার পবিত্র সরযূ নদীর জল ভর্তি একটি কলস ও রামমন্দিরের একটি ছোট প্রতিরূপ উপহার দিয়েছেন মোদী। কমলা প্রসাদ বিশ্বেশ্বর ভারতীয় বংশোদ্ভূত, তাঁর পরিবার বিহারের বক্সার এলাকার বাসিন্দা ছিলেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইকে রাজস্থানে তৈরি একটি সিংহের মূর্তি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে বিহারের মধুবনী শিল্প দ্বারা তৈরি সূর্যের ছবি তুলে দিয়েছেন তিনি। মোদীর এই কূটনৈতিক উপহার বিনিময় আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।