রাজাবাজার সায়েন্স কলেজে মদের আসর, কাঠগড়ায় ছাত্রনেতা
July 8, 202510:57 am

কলকাতার ঐতিহ্যবাহী রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে নিয়মিত মদের আসর বসার অভিযোগ উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জিএস গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে এই অভিযোগের তীর। টিভি৯ বাংলার হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে, সন্ধ্যায় কলেজের ইউনিয়ন রুম রীতিমতো ব্যক্তিগত বারের মতো ব্যবহার করা হচ্ছে, যেখানে গভীর রাত পর্যন্ত পার্টি চলছে। অভিযোগ, এর আগেও গৌরবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এমনকি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে চড় মারার জন্যও তাকে দু’বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফি। তার দাবি, ইউনিয়ন রুমে শীতাতপ নিয়ন্ত্রক থাকার কারণে অধ্যাপকরাও সেখানে বসতেন এবং এটি তাকে হেনস্থা করার একটি চেষ্টা। এই ঘটনা রাজ্যের শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।