আরবিআই ব্যাঙ্কনোট ১০০ টাকার নোট কীভাবে তৈরি হয় জানেন কি?

আরবিআই ব্যাঙ্কনোট ১০০ টাকার নোট কীভাবে তৈরি হয় জানেন কি?

আজকের দিনে টাকা ছাড়া সবকিছুই অচল। আর টাকা বলতে আমরা সাধারণত বুঝি ১০, ২০, ৫০, ১০০, ২০০ বা ৫০০ টাকার ব্যাঙ্কনোট। ভারতে ডিজিটাল লেনদেন বাড়লেও নোটের ব্যবহার কিন্তু কমেনি। এই নোটগুলো কীভাবে তৈরি হয় জানেন কি? অনেকেই ভাবেন ভারতীয় নোট হয়তো কাগজ দিয়ে তৈরি হয়। কিন্তু এটি সাধারণ কাগজ নয়, বরং বিশেষ তুলো দিয়ে তৈরি।

তুলো দিয়ে তৈরি এই কাগজ সাধারণ কাগজের চেয়ে অনেক বেশি মজবুত হয়, ফলে নোট সহজে ছেঁড়ে না। এটি অনেক বেশি ময়লা সহ্য করতে পারে এবং ক্ষয় হওয়ার পরিমাণও অন্য কাগজের তুলনায় কম হয়। তুলোর এই ব্যবহার শুধু ভারতেই নয়, আমেরিকান ডলার তৈরিতেও ৭৫ শতাংশ তুলো এবং ২৫ শতাংশ লিনেন ব্যবহার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *