বাংলা বলায় বাংলাদেশি সাজিয়ে বীরভূমের দানিশকে ঠেলে দেওয়া হল বাংলাদেশে

বাংলা বলায় বাংলাদেশি সাজিয়ে বীরভূমের দানিশকে ঠেলে দেওয়া হল বাংলাদেশে

দিল্লি থেকে এবার এক বীরভূমের পরিযায়ী শ্রমিক দানিশ শেখ-সহ তাঁর পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠল। পরিবারের দাবি, গত ১৭ জানুয়ারি দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করে এবং ২৬ জুন দানিশ, এক শিশু-সহ পরিবারের সদস্যদের ‘পুশ ব্যাক টু বাংলাদেশ’ করে। তারা জানিয়েছে, শুধুমাত্র বাংলা বলার কারণেই এই ঘটনা ঘটেছে, যদিও তারা সমস্ত পরিচয়পত্র দেখিয়েছিল। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবারের বাকি সদস্যরা বীরভূম পুলিশের দ্বারস্থ হয়েছে এবং দানিশ-সহ অন্যদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ। সংগঠনের সম্পাদক আসিফ ফারুক বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটছে এবং পুলিশ বিচারকের ভূমিকা পালন করছে। তাঁর অভিযোগ, বাংলায় কথা বলা এখন অপরাধে পরিণত হয়েছে। তিনি ভারত সরকারের কাছে দ্রুত এদের ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন যে, বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, যার পর রাজ্য পুলিশ বেশ কয়েকজন বাঙালিকে উদ্ধার করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *