বিধবা ভাতার নামে কোটি টাকার দুর্নীতি, কাঠগড়ায় বিজেপি বনাম আপ তরজা
July 8, 202511:09 am

দিল্লিতে বিধবা ভাতা প্রকল্পে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনল বিজেপি। সোমবার দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেন, আম আদমি পার্টির (আপ) পূর্বতন সরকার ভুয়ো নামের মাধ্যমে প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে আত্মসাৎ করেছে। তার অভিযোগ, ৩.৮১ লক্ষ নথিভুক্ত বিধবার মধ্যে প্রায় ৮৩ হাজার নামই ভুয়ো, যা আর্থিক নয়, নৈতিক দেউলিয়াপনারও প্রমাণ।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বীরেন্দ্র সচদেব বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে আম আদমি পার্টির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।