রেলের রডের ওপর শিশুকে বসিয়ে ভয়ঙ্কর রিল, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
July 8, 202511:25 am

সমাজমাধ্যমে ‘রিল’ ভিডিও তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। এর জন্য মানুষ কতটা ঝুঁকি নিতে পারে, তার একটি ভয়ঙ্কর উদাহরণ সম্প্রতি ভাইরাল হয়েছে। রাজস্থানের ভরতপুরে এক ব্যক্তি তার ছোট্ট মেয়েকে বাঁধের রেলিংয়ের লোহার রডের ওপর বসিয়ে ভিডিও শুট করছিলেন। নদীর ওপর ঝুলন্ত অবস্থায় বিপজ্জনকভাবে শিশুটিকে বসিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, শিশুটি বসতে না চাইলেও বাবা তাকে জোর করে বসিয়ে দিচ্ছেন। সামান্য পা পিছলে গেলেই বড় বিপদ ঘটতে পারত। এমন বিপজ্জনকভাবে নিজের সন্তানকে ব্যবহার করে ভিডিও তৈরি করার এই ঘটনা দেখে অনেকেই স্তম্ভিত। এই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।