ভারতের ব্যস্ততম রেলস্টেশন রয়েছে বাংলাতেই, প্রতিদিন সামলাতে হয় শয়ে শয়ে ট্রেনের ভিড়

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ গণপরিবহন ব্যবস্থা, যার সাত হাজার স্টেশনে প্রতিদিন ২২ হাজার ট্রেন আড়াই কোটি যাত্রীকে পরিষেবা দেয়। এই সুবিশাল নেটওয়ার্কের মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। এটি শুধু ব্যস্ততম নয়, ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম স্টেশনগুলোর মধ্যে এটি অন্যতম। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই স্টেশন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
হাওড়া স্টেশনে ২৩টি প্ল্যাটফর্ম এবং ২৬টি ট্র্যাক রয়েছে, যা এটিকে ভারতের বৃহত্তম রেলওয়ে টার্মিনালগুলোর একটি করে তুলেছে। প্রতিদিন এখান থেকে ৬০০টিরও বেশি ট্রেন চলাচল করে এবং প্রায় দশ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ব্রিটিশ স্থপতি হ্যালসি রিকার্ডো নকশা করা লাল ইটের এই কাঠামো ভিক্টোরিয়ান ও গথিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ। ১৯০১ থেকে ১৯০৬ সালের মধ্যে নির্মিত এই স্টেশনে আজও ৯৯ বছরেরও বেশি পুরনো ‘বড় ঘড়ি’ শোভা পায়, যা এর ঐতিহাসিক গুরুত্ব বহন করে।