ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি: আতঙ্কে ১৪ দেশ, ভারতের সঙ্গে কি চুক্তি হবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই একের পর এক শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি ব্রিকস সম্মেলন চলাকালীন তিনি ঘোষণা করেন, ব্রিকসের “আমেরিকা-বিরোধী নীতি”-র সঙ্গে জড়িত দেশগুলির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশসহ ১৪টি দেশকে শুল্কের বিষয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।1 এর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান এবং মালয়েশিয়া রয়েছে। কিছু দেশের শুল্ক কমানো হয়েছে, আবার জাপান ও মালয়েশিয়ার মতো কিছু দেশের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে।
ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় চুক্তিতে বিলম্ব হচ্ছে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ব্রিটেন ও চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং ভারতের সঙ্গেও একটি চুক্তি করার কাছাকাছি চলে এসেছেন তাঁরা।2 যাদের সঙ্গে চুক্তি সম্ভব নয় বলে মনে করা হচ্ছে, সেই দেশগুলিকেই শুল্কের চিঠি পাঠানো হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছেন।