অন্তর্বাসে এলাচ চুরি, ডিপার্টমেন্টাল স্টোরে যুবকের কুকীর্তি নিয়ে হুলস্থূল

হায়দরাবাদের সনতনগরের একটি ডিমার্টে এলাচ চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এক যুবক ডিপার্টমেন্টাল স্টোরে জিনিসপত্র কেনার নাম করে প্রবেশ করেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাঁর চুরির চেষ্টা। লিফটে একা থাকার সুযোগ নিয়ে ওই যুবক ঝুড়ি থেকে এলাচের প্যাকেট বের করে নিজের অন্তর্বাসে লুকানোর চেষ্টা করেন। ১০০ গ্রামের একটি এলাচের প্যাকেট নির্দিষ্ট জায়গায় না পেয়ে দোকান কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরকে শনাক্ত করে।
পরবর্তীকালে, একই যুবক পুনরায় ডিমার্টে ফিরে এসে আরও দুটি এলাচের প্যাকেট চুরি করার চেষ্টা করেন। এবার তিনি ওয়াশরুমে গিয়ে প্যাকেটগুলো অন্তর্বাসে লুকিয়ে রাখেন। দোকানের কর্মীরা বিষয়টি লক্ষ্য করেন এবং তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনা ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তা পুনরায় তুলে ধরেছে।