‘মাথায় প্রাণনাশের হুমকি ছিল, তাই বহু দেহ কবর দিয়েছি’- থানায় ঢুকে ব্যক্তির স্বীকারোক্তি শুনে কেঁপে গেল পুলিশ
July 8, 202512:06 pm

কর্ণাটকে এক যুবক থানায় গিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন, প্রাণনাশের হুমকি পেয়ে তিনি নাকি বহু মৃতদেহ কবর দিয়েছেন। তার এই স্বীকারোক্তিতে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। যুবক জানিয়েছে, কিছু দুষ্কৃতী তাকে এই কাজ করতে বাধ্য করেছিল এবং অস্বীকার করলে তাকে খুনের হুমকি দেওয়া হয়।
পুলিশ তার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে এবং আইনি সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে। যুবক জানিয়েছে, নিরাপত্তা পেলে সে খুনিদের নাম ও লাশের অবস্থান জানাবে। এই ঘটনা প্রমাণিত হলে তা কর্ণাটকের অন্যতম ভয়াবহ অপরাধ মামলা হয়ে উঠতে পারে। পুলিশ আইপিসি-র ২১১(এ) ধারায় মামলা রুজু করেছে এবং যুবকের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে।