ট্রাম্পকে হত্যার ফতোয়া, ১৭ কোটি টাকা সংগ্রহের অভিযোগ

ইরানের দুই কট্টরপন্থী মৌলভি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে তাঁদের হত্যার ফতোয়া জারি করেছেন। এই ফতোয়ার পর THAAR.IR নামক একটি ওয়েবসাইটে অনুদান সংগ্রহের অভিযান শুরু হয়। অল্প কয়েক দিনের মধ্যেই প্রায় ২০ মিলিয়ন ডলার, অর্থাৎ ১৭ কোটি টাকার বেশি সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। এই মৌলভিদের প্রচারে আরও দশজন ধর্মীয় নেতা সমর্থন জানিয়েছেন।
পশ্চিম আজারবাইজান প্রদেশের এক মৌলভি প্রকাশ্যে ঘোষণা করেছেন, যিনি ট্রাম্পের মাথা এনে দেবেন, তাঁকে ১০০ বিলিয়ন তোমান, অর্থাৎ প্রায় ১.১৪ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। যদিও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ফতোয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, এই ফতোয়াগুলো সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি এবং এর সঙ্গে ইরান সরকার বা খামেনেইয়ের কোনো সম্পর্ক নেই।