‘গোপন জগত’! সন্ধ্যা হলেই রাজাবাজার সায়েন্স কলেজ হয়ে ওঠে ‘BAR’

‘গোপন জগত’! সন্ধ্যা হলেই রাজাবাজার সায়েন্স কলেজ হয়ে ওঠে ‘BAR’

রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে সন্ধ্যা নামলেই শুরু হয় ‘রঙিন কারবার’। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জিএস গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউনিয়ন রুমকে ‘ব্যক্তিগত সম্পত্তি’ বানিয়ে মদের আসর বসান। রাতভর চলে পার্টি, যোগ দেন তাঁর অনুগামীরা। হাতে এসেছে এই কাণ্ডের ছবি। কলেজ সূত্রে জানা গেছে, এর আগেও গৌরবের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, এক অধ্যাপককে চড় মারার অভিযোগে তাঁকে দু’বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। আদালতের মাধ্যমে জল গড়ানোর পর পিএইচডি-তে ভর্তি হয়ে তিনি কলেজে ফিরে এসেছেন, এবং তাঁর ‘দৌরাত্ম্য’ অব্যাহত বলে অভিযোগ।

গৌরব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ইউনিয়ন রুমে এসি থাকায় অধ্যাপকরাও বসতেন। এটা হেনস্থা করার চেষ্টা।” তবে, ছাত্রদের একাংশের দাবি, গৌরবের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনা কলেজের শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কাণ্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে, তা নিয়ে সকলের নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *