শৌচাগারে গিয়ে আর ফিরলেন না গৃহবধূ, মাঠ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ফতেপুরের লাহসি গ্রামে শৌচাগারে গিয়ে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে ৩৫ বছর বয়সী মীনা কুমারী নামে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে শৌচকর্মের কথা জানান। দীর্ঘক্ষণ না ফেরায় তাঁর দেওর ও বাচ্চারা খুঁজতে গিয়ে বিকেল ৪টা নাগাদ তাঁকে একটি খেতের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। মৃতার দেওরের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং পুলিশ গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে যদিও এখনও কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তিন বছর আগে মীনা দেবীর স্বামী আত্মহত্যা করেছিলেন এবং তিনি তিন সন্তান নিয়ে ওই সাড়ে তিন বিঘা জমিতে চাষ করে সংসার চালাতেন। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।