সোনারপুর কলেজে ছাত্রনেতার কাণ্ড! নবাগতা ছাত্রীকে দিয়ে মাথা টেপানো

সোনারপুর মহাবিদ্যালয়ে ছাত্রনেতা প্রতীক কুমার দে’র ‘দাদাগিরি’ নিয়ে তুমুল বিতর্ক। এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ৪৪ বছরের এই তৃণমূল নেতা কলেজ চত্বরে এক নবাগতা ছাত্রীকে দিয়ে মাথা টিপাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছে ছাত্র সমাজ। প্রতীক সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ‘আশীর্বাদে’ তাঁর এই প্রভাব বলে অভিযোগ বিরোধীদের। কলেজ প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।
এর আগেও প্রতীকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। সোনারপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর পাপিয়া হালদার তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, “প্রতীকের চরিত্র সম্পর্কে আগেই সতর্ক করেছিলাম। এই ঘটনা আমার কথার প্রমাণ।” দলীয় নেতৃত্ব তদন্তের আশ্বাস দিলেও, ছাত্ররা উদ্বিগ্ন। তাঁদের প্রশ্ন, “প্রকাশ্যে এমন হলে, পর্দার আড়ালে কী চলে?” কলেজ কি ছাত্ররাজনীতির নামে ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্র হয়ে উঠছে? এই ঘটনা শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা! pic.twitter.com/pZeLQDlW77
— Bangla Jago Tv (@BanglaJagotv) July 8, 2025