শতাব্দী প্রাচীন আলোকনাথ শিব মন্দিরের তালা ভেঙে চুরি, ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়

দেবাশীষ সিংহ/নদীয়া।

মন্দির নগরি নদীয়ার নবদ্বীপ শহরে গত ১০ দিনে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে উঠছে শহরবাসী। শহরের দক্ষিণ থেকে উত্তর বিভিন্ন প্রান্তে মন্দির থেকে বসত বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে চুরির ঘটনা। মঙ্গলবার ভোরে চুরির ঘটনাটি ঘটে নবদ্বীপ পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল দেয়ারা পাড়া রোডে এলানিয়া কালীমাতা মন্দির সংলগ্ন আলোক নাথ শিব মন্দিরে। ঘটনার খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে তদন্তে আসেন দুইজন আধিকারিকের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১৭ ও ১৮ নম্বরের দুই কাউন্সিলর সহ মন্দির কমিটির সদস্যরা। মন্দির কমিটির সদস্য ও এক প্রত্যক্ষদর্শী যুবক জানান, সোমবার গভীর রাতে এলানিয়া শিবতলা এলাকায় শতাব্দী প্রাচীন এলানিয়া কালী মন্দির ও আলোকনাথ শিব মন্দিরে একের পর এক তালা ভেঙে মন্দিরের প্রণামী বাক্সে থাকা নগদ টাকা ও আলমারির লকার ভেঙে রুপোর গহনা চুরি করে পালায় একাধিক দুষ্কৃতী। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য,সিসিটিভি ফুটেজে পরিষ্কার এক যুবককে নির্বিঘ্নে হেটে যেতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয় মানুষজন।

ঘটনাটি প্রথম নজরে আসে মন্দির সংলগ্ন আলোকনাথ ভবনের বাসিন্দা সঞ্জয় সাহার,সঞ্জয় বাবু জানান,আমি ভোর রাতে দেখি দুষ্কৃতীরা আমার বাড়ির দিকে ঢুকছে,সেই সময় আমি চোর চোর বলে চেঁচামেচি করতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপর ভোরের আলো ফুটতেই একে একে মন্দিরে ভিড় জমাতে শুরু করে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,দুষ্কৃতীরা প্রণামী বাক্স থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা ও আলমারি ভেঙ্গে রুপোর গহনা নিয়ে পালিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *