অ্যাক্টর জিতু কমল লালবাজারে, আসল কারণ কী

অ্যাক্টর জিতু কমল লালবাজারে, আসল কারণ কী

শুক্রবার ভরদুপুরে আচমকাই লালবাজারে দেখা গেল অভিনেতা জিতু কমলকে। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই নানা জল্পনা শুরু হয়। তবে খোঁজ নিয়ে জানা যায় অন্য তথ্য। গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ‘-এর কাহিনি অবলম্বনে দীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে একটি বই। সেই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান ছিল লালবাজারে, যেখানে পুলিশ কমিশনারের হাতে বইটি তুলে দেন জিতু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল, বইয়ের লেখক ও ছবির পরিচালক দুলাল দে এবং প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। বইপ্রকাশের পাশাপাশি পুলিশকর্মীদের থেকে কিছু টিপসও নেন জিতু। পরিচালক জানিয়েছেন, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’-এর দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং খুব শীঘ্রই এই চরিত্র আবারও পর্দায় ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *