১৫ হাজার কোটি টাকার সম্পত্তি মামলায় হাইকোর্টে ধাক্কা সইফের

১৫ হাজার কোটি টাকার সম্পত্তি মামলায় হাইকোর্টে ধাক্কা সইফের

ভোপাল: বলিউড অভিনেতা সইফ আলি খান মধ্যপ্রদেশ হাইকোর্টে বড় ধাক্কা খেলেন। নবাব পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় ত্রিবেদীর বেঞ্চ। এর ফলে নবাবপুত্র তার বিশাল পৈতৃক সম্পত্তি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে, ২০০০ সালের নিম্ন আদালতের যে রায় সইফ, শর্মিলা ঠাকুর, সোহা এবং সাবাকে নবাব হামিদুল্লাহ খানের উত্তরাধিকারী ঘোষণা করেছিল, সেটিও বাতিল করা হয়েছে।

২০০০ সালের ওই রায়ের বিরুদ্ধে নবাব হামিদুল্লাহ খানের অন্যান্য উত্তরাধিকারীরা মামলা করেছিলেন। তাদের দাবি, ১৯৬০ সালে নবাবের মৃত্যুর পর সম্পত্তি শরিয়ত আইন অনুযায়ী ভাগ হওয়া উচিত ছিল, যা হয়নি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মামলাটির শুনানি এক বছরের মধ্যে নতুন করে শুরু ও নিষ্পত্তি করতে হবে। ২০১৪ সালে কেন্দ্রীয় এনিমি প্রপার্টি অ্যাক্টের আওতায় ভোপালের নবাব পরিবারের প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষিত হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সইফ ২০১৫ সালে আদালতে গেলেও, গত বছর সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। হাইকোর্টের বর্তমান নির্দেশে এই সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি ফের নিম্ন আদালতে শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *